নিজস্ব সংবাদদাতা: বর্ষা রেখা প্রতিদিনই এগোচ্ছে আগের দিনের তুলনায়। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তাতে আগামী কয়েকদিনে বাংলার দক্ষিণে ধারাবাহিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেকটাই বর্ষা রেখার আওতায় চলে এসেছে।