নিজস্ব সংবাদদাতাঃ মেঘালয়ের মৌসিনরাম এবং চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বন্যা পরিস্থিতি নিয়ে জানতে চান এবং কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন।