নিজস্ব সংবাদদাতা: বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান তাঁর ছবির পাশাপাশি ক্রিকেট জগতেও বেশ বিখ্যাত। সবাই জানেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। এদিকে, সম্প্রতি আরও একটি নতুন ক্রিকেট দল কিনেছেন বাদশা। এই দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মহিলা দল। যার প্রথম ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে শাহরুখ। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও এই চতুর্থ ক্রিকেট দল কিনেছেন তিনি। এর আগে কেকেআর, ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আবু ধাবি নাইট রাইডার্সের নাম জানিয়েছিলেন তিনি।