নিজস্ব সংবাদদাতাঃ শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তরপূর্বের রাজ্যগুলি। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, মেঘালয় রাজ্য। দুই রাজ্যেই কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের ৩৩ টি জেলার মধ্যে ৩২ টি এখন বন্যায় প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের।
প্রায় ৩১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে ১.৫ লক্ষ মানুষ ৫১৪ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন। চার হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ব্রহ্মপুত্র, সুবনসিরি ও মানস সহ পাঁচটি প্রধান নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্ন আসাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।