ট্রাফিক নিয়ম না মানলেই লাগবে মোটা অঙ্কের জরিমানা

author-image
Harmeet
New Update
ট্রাফিক নিয়ম না মানলেই লাগবে মোটা অঙ্কের জরিমানা

হরি ঘোষ, লাউদোহা : শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায় অন্ডাল ট্রাফিকের অভিযান। ট্রাফিক নিয়ম না মানলেই হচ্ছে জরিমানা। লাউদোহা দুর্গাপুর রাস্তার মোড় এলাকায় ট্রাফিক স্টপে বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। যেসকল যান চালকরা ট্রাফিক নিয়মকে অগ্রাহ্য করে গাড়ি চালাচ্ছেন তাদের দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ম সম্পর্কে সমস্ত কিছু অবগত করিয়ে করা হচ্ছে জরিমানা। একশ্রেণীর চালকরা আছেন যারা ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাড়ি চালাতে অভ্যস্ত। এদিনের ট্রাফিক পুলিশের অভিযানে সতর্ক হয়ে যে গাড়ি চালাবে গাড়ি চালকরা সেটা আর বলার অপেক্ষা রাখে না। বর্ধমানের ট্রাফিক নিয়মে অনেক সংশোধন হয়েছে। বেড়েছে প্রচুর পরিমাণে জরিমানার টাকার অঙ্ক। তাই বেশিরভাগ মানুষ ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করলেও বেশিরভাগ মানুষ ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখাতে অভ্যস্ত। ট্রাফিক আইন ভঙ্গ করলে যে মোটা অঙ্কের জরিমানা বর্তমানে ধার্য করা হচ্ছে তার ফলে ওই ধরনের মানুষের ঘুম ভাঙবে বলেই মনে করা হচ্ছে। ট্রাফিক সিগন্যাল না মানা বা অবৈধভাবে গাড়ি দাঁড় করানোর জন্য আগে ছিল জরিমানা ৫০০ টাকা। বর্তমানে বেড়ে হয়েছে ১৫০০ টাকা। ড্রাইভিং লাইসেন্স বা বৈধ ইন্সুরেন্স দেখাতে না পারলে আগে ছিল ৫০০ টাকা বর্তমানে জরিমানার বেড়ে হয়েছে ১৫০০ টাকা। বিপজ্জনকভাবে গাড়ি চালানো বা বৈধ রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে আগে লাগতো ৫০০০ টাকা জরিমানা। বর্তমানে জরিমানা লাগছে ১০০০০ টাকা। 



শব্দ ও বায়ু দূষণ বিধি লঙ্ঘন করে গাড়ি চালালে জরিমানা লাগছে ১০০০০ টাকা এবং তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হচ্ছে। এরকম মোটা অঙ্কের জরিমানার একটা তালিকা অন্ডাল ট্রাফিক গার্ডের তরফে প্রকাশ করা হয়েছে। তাই জীবন বাঁচাতে, পকেট বাঁচাতে ট্রাফিক আইন মেনে চলুন, জীবন বাঁচান, সাথে পকেটও বাঁচান। অন্ডাল ট্রাফিক গার্ডের এই অভিযানে অন্ডাল ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক সতীনাথ শীল স্বয়ং দাঁড়িয়ে থেকে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য চালকদের দাঁড় করিয়ে বোঝালেন ট্রাফিক আইন মেনে চলার কথা এবং সাথে সাথে মোটা অঙ্কের জরিমানা করতে ছাড়লেন না।