নিজস্ব সংবাদদাতাঃ অর্থ পাচার মামলায় চাপ বাড়ল ইডি-র কাছে গ্রেফতার হওয়া দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের। সিবিআইয়ের বিশেষ আদালতে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভার সদস্য সত্যেন্দ্রের জামিনের আবেদন খারিজ হল। এখন জামিন পেলে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তদন্ত প্রভাবিত করতে পারেন বলে তাঁর আবেদন খারিজ হল, ইডি-র আইনজীবীরা জানিয়েছেন। গত ৩০ মে হাওয়ালা কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছিল সত্যেন্দ্র জৈনকে। তারপর থেকে তাঁকে প্রথম ইডি, তারপর বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়।
তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের মত বিস্ফোরক অভিযোগ থাকলেও সত্যেন্দ্রের পাশেই দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক প্রতিশোধ তুলতেই বিজেপি ইডি-কে কাজে লাগিয়ে সত্যেন্দ্রকে গ্রেফতার করেছে বলে দাবি করেন কেজরি।