অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে ব্যারাকপুরে রেল অবরোধ, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত পরিষেবা

author-image
Harmeet
New Update
অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে ব্যারাকপুরে রেল অবরোধ, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত পরিষেবা

নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে বাংলায় ফের বিক্ষোভ। রেল অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। শনিবার সকালে ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। বেশ কিছুক্ষণ পর রেল পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখায় ব্যাহত পরিষেবায়। বেজায় সমস্যায় পড়েন অফিসযাত্রীরা।

   

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশটা নাগাদ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেট অবরোধ শুরু হয়। স্লোগান দিতে থাকেন অবরোধকারীরা। রেলপুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় বেশ কিছুক্ষণ ধরে অবরোধকারীদের সঙ্গে কথা বলে রেল পুলিশ। সকাল ১১টা ২০ মিনিট নাগাদ উঠে যায় অবরোধ। কোনও লোকাল ট্রেন বাতিল হয়নি। তবে প্রত্যেকটি লোকাল ট্রেন নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে চলছে।