নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিপথ নিয়ে প্রতিবাদের আগুন জ্বলছে দেশে। বিহার থেকে বাংলা, তেলেঙ্গনা থেকে তামিলনাড়ু অগ্নিপথ নিয়ে বিক্ষোভের দাবানল আছড়ে পড়ছে। জ্বলছে ট্রেন, থামছে বাস, চলছে বনধ। এবার অগ্নিপথ নিয়ে আন্দোলনরতদের পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস। আগামিকাল, রবিবার দিল্লির যন্তর মন্তরে অগ্নিপথ নিয়ে প্রতিবাদ জানাবেন কংগ্রেস নেতারা। কংগ্রেসের সব সাংসদ, দলের সব শীর্ষস্থানীয় নেতারা যন্তরমন্তরে হাজির থাকবেন।
এদিকে, বিহারের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট, ট্রেনে অগ্নিসংযোগ, অবরোধ, রেল রোকো চলছে।