নিজস্ব সংবাদদাতা: ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। বৃহস্পতিবার ভারতীয় দলের একটি অংশ মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই দলে ছিলেন বিরাট কোহলি, মহম্মদ শামিরা। কিন্তু রোহিত শর্মা ছিলেন না বলে জানা গিয়েছিল।
স্বভাবতই উঠেছিল প্রশ্ন। তবে রোহিত ইতিমধ্যে ইংল্যান্ডে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। মলদ্বীপে ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।