দেশে ১৩ হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ

author-image
Harmeet
New Update
দেশে ১৩ হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ

নিজস্ব সংবাদদাতাঃ   ফের নিজের অস্তিত্ব জানান দিচ্ছে মারণ করোনা ভাইরাস। গত কয়েকদিন ধরে লাগাতার বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,২১৬ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৩ হাজারের নিচে। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০। ভয় ধরিয়ে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১০৮। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে হল ০.১৬ শতাংশ।

                                                          

 তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮,১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।