কালজানি নদীতে জারি লাল এবং তোর্সা নদীতে জারি হলুদ সতর্কতা

author-image
Harmeet
New Update
কালজানি নদীতে জারি লাল এবং তোর্সা নদীতে জারি হলুদ সতর্কতা

নিজস্ব সংবাদদাতাঃ পাহাড়ে চলছে অবিশ্রান্ত বর্ষণ। গত কয়েকদিন ধরে পাহাড়ে বৃষ্টির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শনিবার সেই পরিস্থিতির আরও অবনতি হল। আলিপুরদুয়ারের কালজানি নদীতে জারি হয়েছে লাল সতর্কতা আর তোর্সা নদীতে হলুদ সতর্কতা। জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে রাস্তা পর্যন্ত পৌঁছে গিয়েছে জল। নদী সংলগ্ন এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি সর্বত্রই একই অবস্থা।

                                  ​

দ্বীপচর সহ বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। আলিপুরদুয়ারের বিদ্যাসাগর পল্লীতে কোমর পর্যন্ত জল। নামানো হচ্ছে নৌকা। এলাকার মানুষের অভিযোগ, পুরসভার আধিকারিকদের দেখা নেই। দুর্গতদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি বলে জানা গিয়েছে। কাউন্সিলর দীপক সরকার জানিয়েছেন, নৌকার ব্যবস্থা করা হচ্ছে। মূলত ভুটান পাহাড়ের জল গড়িয়ে নামায় নদীর জলস্তর বাড়ছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ১০২.৪০ মিলিমিটার ও হাসিমারায় বৃষ্টি হয়েছে ২৩১.০০ মিলিমিটার।