নিজস্ব সংবাদদাতাঃ বিশেষ করে রান্না করার সময় আমাদের কয়েকটা বিষয় খুব ভাল করে খেয়াল রাখতে হবে।
দেখে নেব বিষয়গুলো কী কী—
১) রুটি করার পর কখনও গরম তাওয়ার ওপর জল দিতে নেই। তাওয়া ঠান্ডা হওয়ার পর তাঁর ওপর জল দিতে হয়। গরম তাওয়ার ওপর জল দিলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন। এর ফলে সংসারে নেমে আসতে পারে অর্থাভাব এবং পারিবারিক অশান্তি।
২) অনেককেই দেখা যায় রান্না হয়ে গেলে কড়াই পরিষ্কার না করে ওভেনের ওপর রেখে দেন। এ রকম করা খুবই খারাপ বলে মানা হয় কারণ এতে রাহু এবং কেতু অত্যন্ত রুষ্ট হন। তাই রান্না শেষে অবশ্যই কড়াই ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। কড়াই পরিষ্কার করে না রাখলে বাড়ির পরিবেশে প্রচণ্ড নেগেটিভিটি ছড়িয়ে পড়ে।