আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী

author-image
Harmeet
New Update
আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী

 হাবিবুর রহমান, ঢাকাঃ   আষাঢ়ের তৃতীয় দিন দিনভর বৃষ্টি দেখল ঢাকাবাসী। শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত হালকা, মাঝারি ও ভারি বৃষ্টি হয়েছে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। সাধারণত কর্মদিবসগুলোতে যানজটের কবলে পড়লেও ছুটির দিনে বৃষ্টির কারণে ‘জলজটে’ পড়তে হয়েছে ঢাবাবাসীকে।আকাশ মেঘে আচ্ছন্ন থাকায় শুক্রবার দুপুরে ও বিকেলেও ঢাকাবাসীকে রাতের স্বাদ নিতে হয়েছে। এ সময় সব গাড়িকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শুক্রবার বিকাল ৪টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। এ সময় সড়কগুলোয় জল জমে যায়। মুষলধারার বৃষ্টির জল জলজটের সৃষ্টি করে। কোনো কোনো সড়কে হাটু সমান জলও জমে থাকতে দেখা যায়। ঢাকার অভিজাত গুলশান, বনানী, বারিধারা, কুড়িল এলাকার অনেক সড়কেও জলজটের সৃষ্টি হয়। তবে ঢাকার দুই সিটির সম্প্রসারিত এলাকাগুলোয় জলজটের মাত্রা বেশি ছিল। বিশেষ করে দক্ষিণখান, উত্তরখান, তুরাগ, ডেমরা এলাকার বিভিন্ন সড়কে জল জমে থাকতে দেখা যায়। এসব এলাকার সড়কের কোথাও কোথাও হাটু সমান জলও জমে থাকতে দেখা গেছে। শুক্রবার বিকেল ৪টায় জলজটের কারণে মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার সড়কে যানজটের সৃষ্টি হয়। ওই সময় এ সড়কে যারা চলাচল করেছেন, তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।