নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪- এ লোকসভা ভোট। অনেকেই প্রশ্ন তুলছিল যে এবার কি তাহলে তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে বামেরা? সোমবার শিলিগুড়িতে দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এই প্রশ্নের সোজা সাপ্টা জবাব দিলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর সাফ কথা, 'পাগল না কি? যে তৃণমূল বিজেপিকে এরাজ্যে ডেকে এনেছে তাদের সঙ্গে জোট? বিজেপির হাত ধরেই তৃণমূল কংগ্রেস দলটা নথিভুক্ত হয়েছিল। এখন ক্ষমতা দখলের জন্য দুদল মারামারি করছে। বহু লড়াই করে রাজ্যে পুরসভা ও স্থানীয় সরকারগুলিতে নির্বাচন নিশ্চিত করেছিল সিপিএম। ৩৪ বছরে প্রতি ৫ বছর অন্তর নির্বাচন করিয়েছে বাম সরকার। সেই রীতি ভেঙে গত ২ বছর ধরে পুরসভা ও মহকুমাপরিষদে নির্বাচন করাচ্ছে না তৃণমূল সরকার। আমরা অবিলম্বে নির্বাচন করানোর দাবি তুলছি।'