হরি ঘোষ, আসানসোল : আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ হওয়ার পরেই সুব্রত অধিকারী জামুরিয়া এক নম্বর বোরো পরিদর্শন করলেন। শুক্রবার তিনি জানালেন যে বোরো চেয়ারম্যান না হওয়া পর্যন্ত এই অফিসের দেখাশোনার দায়িত্ব তার উপরেই আছে।
বোরো চেয়ারম্যান না হওয়া পর্যন্ত নিয়মিত এক নম্বর অফিসের দেখাশোনা করবেন মেয়র পরিষদ সুব্রত অধিকারী। কোনো মানুষ যাতে অসুবিধায় না পরেন সেটা তিনি দেখবেন বলেও জানান। এদিন অফিসে আসার সঙ্গে সঙ্গে কর্মীদের মধ্য থেকে পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাকে। এ ছাড়াও পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান মহিলা তৃণমূল এর এক নম্বর সভানেত্রী রাখি কর্মকার সহ অন্যান্য কাউন্সিলররা।