হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। শুক্রবার বেলা আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি ফাইয়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে ফাইয়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগলে প্রথমে দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি অবনতি হওয়ায় পরে আরও ৯টি ইউনিট সেখানে যোগ দিয়েছে। গ্যাসের পাইপ লাইন থেকে সৃষ্টি আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন। তিনি বলেন, আগুন গ্যাস লাইনে লেগেছে। ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ৯টি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।