বিহারের অগ্নিপথ বিক্ষোভের আঁচ আসানসোলে

author-image
Harmeet
New Update
বিহারের অগ্নিপথ বিক্ষোভের আঁচ আসানসোলে

রাহুল পাসওয়ান, আসানসোল : বিহারের রাজেন্দ্রনগরে ছাত্রবিক্ষোভের জের। প্রভাব পড়লো পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেল চলাচলে। এই ঘটনার জেরে আপ ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেনে বরাকর স্টেশনে দাঁড়িয়ে ছিলো।

 দেড় ঘন্টা পর বরাকর স্টেশন থেকে রওনা দেয় আপ ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।