নিজস্ব সংবাদদাতা: মেরু ভাল্লুকদের নিয়ে গবেষণা চলছে নিরন্তর। আর এই গবেষণা করতে গিয়ে উঠে এসেছে ভাববার মতো একটা ব্যাপার। একা হয়ে পড়ছে মেরু ভাল্লুক। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য গলছে বরফ। আর এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ভাল্লুক। দক্ষিণ-পশ্চিম গ্রিনল্যান্ডে এমন বেশ কিছু ভাল্লুকের দেখা পাওয়া গিয়েছে।