নিজস্ব সংবাদদাতা : অগ্নিপথ বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠছে পরিস্থিতি। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা। প্রভাবিত রেল পরিষেবা। ২০০টি ট্রন পরিষেবার প্রভাব পড়েছে। রেলপথ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন বাতিলের পথে হাঁটছে রেল। কোথাও আবার আংশিক ভাবে পরিষেবা বন্ধ রয়েছে।
বাতিলের খাতায় রয়েছে ৩৫টি ট্রেন। আংশিক বন্ধ ১৩টি ট্রেন। পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী আজ বলেছেন যে চলমান আন্দোলনের কারণে দুরন্ত এক্সপ্রেস সহ আটটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে।