নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক। প্রায় তিন বছর পর মাঠে ফিরেছেন দেশের জার্সিতে। মাঝের এই সময়টা বাইরে থেকেই দেখতেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের।
রাজকোটে চতুর্থ ম্যাচ খেলতে নামার আগে জানালেন, কীভাবে নিজেকের মনকে ঠিক রাখতেন তিনি। একটি ভিডিও পোস্টে বলেছেন, 'দেশের জার্সি পরার স্বপ্ন দেখেছি প্রতিদিন।'