নিজস্ব সংবাদদাতা: নতুন মরসুম শুরু হওয়ার আগে বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন কিলিয়ান এম্বাপে। জানা গিয়েছে, লা লিগা কমিটি নালিশ জানিয়েছে তাঁর নামে। তাদের পক্ষ থেকে তোলা অভিযোগ অনুযায়ী, প্যারিসের ক্লাব পিএসজি ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভেঙে কিলিয়ান এম্বাপেকে চুক্তি নবীকরণের জন্য প্রস্তাব দিয়েছিল।
পিএসজিকে নিয়ে আগেও অভিযোগ উঠেছিল। তারকাখচিত দল গড়ার জন্য ক্লাবের টাকার হিসেবে অনেকের ভাবনার বিষয়। লা লিগা কমিটি জানিয়েছে, যে তারা ইতিমধ্যেই উয়েফার কাছে দেওয়া চিঠিতে পিএসজির তীব্র নিন্দা করেছে।