নিজস্ব সংবাদদাতাঃ উত্তরবঙ্গ বৃষ্টিতে ভেসে গেলেও ভ্যাপসা গরমে দিশেহারা দক্ষিণবঙ্গ। শুক্রবার সকাল থেকে আকাশ অন্ধকার। সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বেশকিছু অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই কমছে না আদ্রতা জনিত অস্বস্তি। কারণ দক্ষিণবঙ্গে দুর্বল মৌসুমি বায়ু। আগামী কাল থেকে বর্ষা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে। আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৩ শতাংশ। সর্বনিম্ন ৬৬ শতাংশ। দুপুরের পর থেকেই শহর ও বিভিন্ন জেলায় শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।