ভুবনেশ্বরে পরিত্যক্ত বাসে চালু হল ৪ হাজার বইয়ের গ্রন্থাগার

author-image
Harmeet
New Update
ভুবনেশ্বরে পরিত্যক্ত বাসে চালু হল ৪ হাজার বইয়ের গ্রন্থাগার

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশা রাজ্য পরিবহনের পরিত্যক্ত বাসে তৈর হল গ্রন্থাগার। ভুবনেশ্বরের এক সামাজিক সংগঠন বকুল ফাউন্ডেশনের উদ্যোগে বাতিল বাসকে গ্রন্থাগারে পরিণত করা হয়েছে। যেখানে সবমিলিয়ে চার হাজার বই রাখা হয়েছে। এখানে ওড়িয়া ও ইংরেজি, দুই ভাষাতেই বই পাবেন। বাসের ভিতরে সুন্দর ইনটেরিয়র করিয়ে বইয়ের তাক সাজানো হয়েছে। সঙ্গে পাঠক পাঠিকার বসার ব্যবস্থাও।


এই গ্রন্থাগারে গল্প বলার আসর ও শিল্প সংক্রান্তে আলোচনার আয়োজন করা হবে। বাসের গায়ে ওড়িশার হস্তশিল্প পটচিত্র দিয়ে সাজানো হয়েছে। সবমিলিয়ে এই নান্দনিক আয়োজন নিঃসন্দেহে পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে। 


একটি পরিত্যক্ত বাসকে এভাবে গ্রন্থাগারে বদলে দেওয়ার যাবতীয় কৃতিত্ব বকুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুজিত মহাপাত্রর।