উত্তরবঙ্গের একাধিক এলাকায় কমলা সতর্কতা, বিপদসীমার ওপর দিয়ে বইছে জল

author-image
Harmeet
New Update
উত্তরবঙ্গের একাধিক এলাকায় কমলা সতর্কতা, বিপদসীমার ওপর দিয়ে বইছে জল

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টির জেরে একাধিক ডাইভারশন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। বৃষ্টি এখনও চলছে। পাশাপাশি ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার রাতভর বৃষ্টি হয়েছে এলাকায়। সেই কারণে নির্মীয়মাণ মহাসড়কের চর তোর্সা ডাইভারশন, বুড়ি তোর্সা নদীর ডাইভারশন ও সঞ্জয় নদীর ওপর থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে। কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জল বইছে। বৃহস্পতিবার সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে চর তোর্সা ও বুড়ি তোর্সার ডাইভারশন ভেঙে যাওয়ায় কালীপুর, বংশীধরপুর যেন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে।

 

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক নদী তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। রাতভর বৃষ্টিতে, ফুঁসছে বালাসন। বালাসন নদীর বিকল্প পথ ভেঙে বিপর্যয়। যান-চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়ুমথাং ভ্যালি ও লাচুংয়ের মাঝে ধস নামে। ধসে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। জারি হলুদ সতর্কতা। সঙ্কটজনক পরিস্থিতিতে জলপাইগুড়ির সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুমের সবকটি ফোন বিকল। আর তাতেই তথ্য সংগ্রহে বিপাকে পড়ছেন সেচ দফতরের কর্মীরা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবার পাশাপাশি বিএসএনএল-এর দফতরেও জানানো হয়েছে।