নিজস্ব সংবাদদাতাঃ সকলের দর্শনের উদ্দেশ্যে নেপালে উন্মুক্ত করে দেওয়া হল স্বর্ণ সিংহাসন।
নেপালের পাটনের কৃষ্ণ মন্দিরে রাখা হয়েছে স্বর্ণ সিংহাসনটি। স্বর্ণ সিংহাসনটি প্রায় ৪ শতাব্দীর পুরনো।
স্বর্ণ সিংহাসনটি নির্মাণ করেছিলেন নেপালের ললিতপুরের তৎকালীন রাজা শ্রী নিবাস মল্ল।