নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ বৃহস্পতিবার বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হল পাণ্ডবেশ্বর বিধানসভা পঞ্চায়েত এলাকার বনবহাল গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের সংকট, নেই পানীয় জল। এই গ্রামের আশেপাশেই রয়েছে ইসিএলের খোলামুখ খনি। এই খনির কাজের জন্যই যেমন নেমেছে জলের স্তর তেমনি খনির কয়লা উত্তোলনের জন্য জেরে গ্রামের বাড়িতে দেখা দিচ্ছে ফাটল। বারবার ইসিএলের আধিকারিকদের আবেদন করেও কোনও কাজ হয়নি। তারপর ইসিএল কর্তৃপক্ষ নিয়ম করে এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ করছেন। দিনে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুৎ থাকে। বাকি সময় বিদ্যুৎ না থাকায় এই চরম গরমে সমস্যায় পড়ছে স্থানীয়রা।
তাই বৃহস্পতিবার সকাল থেকে ইসিএলের কেন্দা এরিয়ার বনবহাল এলাকার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলা ও পুরুষরা। গ্রামবাসীদের দাবি ইসিএলের নিয়ম মতো খনির আশেপাশের গ্রামগুলোতে সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়ার কথা কিন্তু খনি কর্তৃপক্ষ গ্রামবাসীদের কথায় কর্ণপাত করছেন না। তাই তারা বিক্ষোভ নামতে বাধ্য হয়েছেন বলে জানান। বিক্ষোভকারীদের সমর্থনে এলাকায় এগিয়ে এসেছেন শ্রমিক নেতা রামচরণ পাশওয়ান। তিনি জানান খনির কাজের জন্য এলাকায় জল স্তর নিচে নেমেছে, ব্লাস্টিং এর জন্য এলাকার বাড়িগুলোতে ফাটল দেখা দিচ্ছে। অথচ ইসিএল তার নিয়ম মতো আশেপাশের গ্রামগুলোতে যে সুযোগ-সুবিধা দেওয়ার কথা সেগুলো দিতে নারাজ। তাই তাদের এই বিক্ষোভ। অবশেষে খনি কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে।