বাসের ভাড়া নিয়ে রাজ্যের জবাব তলব করল হাই কোর্ট

author-image
Harmeet
New Update
বাসের ভাড়া  নিয়ে রাজ্যের জবাব তলব করল হাই কোর্ট

নিজস্ব সংবাদদাতাঃ বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে।আদালতের নির্দেশ, মূলত তিনটি বিষয়ে রিপোর্টে উল্লেখ করতে হবে। প্রথমত, ভাড়ার তালিকা সব বাসে লাগানো রয়েছে কি না।




দ্বিতীয়ত, সরকারের বেঁধে দেওয়া বা নির্ধারিত ভাড়া বেসরকারি বাসগুলো নিচ্ছে কি না। পাশাপাশি, নিশ্চিত করতে হবে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এবং তৃতীয়ত, যাত্রীদের অভিযোগ গ্রহণ করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে।