ঝাড়খণ্ডের মুসাবনি এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ টি হাতির সুবর্ণরেখা নদী পারাপার করার দৃশ্য

author-image
Harmeet
New Update
ঝাড়খণ্ডের মুসাবনি এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ টি হাতির সুবর্ণরেখা নদী পারাপার করার দৃশ্য

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল ৭০ থেকে ৮০ টি হাতির দল। অবশেষে বনদপ্তরের পক্ষ থেকে সেই হাতির দলকে ঝাড়খণ্ডের দিকে পাঠানো হয়। কয়েকদিন ধরে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার বনদপ্তরের অধীন মুসাবনি এলাকায় ৭০ থেকে ৮০ টি হাতির দল দাপিয়ে বেড়ায়। 

                 

 সিংপুর এলাকায় সুবর্ণরেখা নদী পারাপার করছে প্রায় ৭০ থেকে ৮০ টি হাতি। বনদপ্তরের এর পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। কিন্তু সুবর্ণরেখা নদীতে হাতির দলের পারাপার দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। ঘটনাস্থলে রয়েছে বনদপ্তরের কর্মীরা। 

                      

ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব জেলার বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।