নিজস্ব সংবাদদাতা: ম্যাথিজ ডি লিটকে কেন্দ্র করে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। একাধিক ক্লাবে তাকিয়ে রয়েছে এই তারকা ফুটবলারের দিকে। এমনই রিপোর্ট প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।
নেদারল্যান্ডস ম্যাথিজ ডি লিটকে নিয়ে আগেও বিস্তর চর্চা হয়েছে ফুটবল মহলে। আপাতত তাঁকে সই করানোর দৌড়ে চেলসি এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। দৌড়ে রয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ।