নিজস্ব সংবাদদাতাঃ উদ্বোধনের আগেই বদলে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম। কো-ব্র্যান্ডিং হয়ে গেল শিয়ালদহ মেট্রো। আগামী ৩ বছরের জন্য স্টেশন ব্র্যান্ডিং হল। স্টেশনের নয়া নাম হল- ডিটিডিসি শিয়ালদহ মেট্রো। স্টেশন এলাকা গোটাটাই ব্যবহার করতে পারবে এই সংস্থা। তবে কবে এই মেট্রো স্টেশন উদ্বোধন হবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
বুধবার একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয় মেট্রো কর্তৃপক্ষের। স্টেশনে ঢোকার প্রতিটি দরজায় থাকবে ওই সংস্থার নাম ও লোগো। এমনকী, স্টেশন এলাকার মধ্যে ১৫০০ বর্গফুট এলাকা সংশ্লিষ্ট সংস্থা নিজেদের বিপণনের জন্য ব্যবহার করতে পারবে। রাখতে পারবে কিয়স্ক ও অন্যান্য ব্র্যান্ডিংয়ের সামগ্রী।