নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার সিপিএম দলের শ্রমিক সংগঠন সিআইটিইউ-র পক্ষ থেকে কর্মসংস্থানের দাবিতে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রকৃত তদন্তের দাবিতে, ঝাড়গ্রাম শহরের ফ্লাইওভারের দু'পাশে রাস্তা নির্মাণের দাবিতে, ঝাড়গ্রাম স্টেশনে সমস্ত লোকাল ও এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। ঝাড়গ্রাম শহরে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন সিটুর নেতৃবৃন্দ। সিটুর পক্ষ থেকে জানানো হয় যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়লেও রাজ্য এবং কেন্দ্র সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বেকার যুবকদের কর্মসংস্থানের কোনও ব্যবস্থা করা হয়নি। যার ফলে বেকারদের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রকৃত তদন্ত করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। সেইসঙ্গে ঝাড়গ্রাম শহরের ওভার ব্রিজের দুই পাশের রাস্তা নির্মাণ করতে হবে। যাতে এলাকার মানুষ যাতায়াত করতে পারে। সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলাবাসীর সুবিধার্থে ঝাড়গ্রাম স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলো চালু ছিল সেই সমস্ত ট্রেনগুলো পুনরায় চালু করতে হবে। তাদের দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।