ধসে রাস্তা খারাপ, তিস্তায় তলিয়ে গেল পিকআপ ভ্যান

author-image
New Update
ধসে রাস্তা খারাপ, তিস্তায় তলিয়ে গেল পিকআপ ভ্যান

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: ধসে রাস্তা খারাপ হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে গেল পিকআপ ভ্যান।তলিয়ে যাওয়া পিকআপ ভ্যানে ছিল প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়ার সামগ্রী এবং ২ ইঞ্জিনিয়ার ছাত্র। ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার কালিম্পঙে। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির জেরে রবিবার ২৯ মাইলে ১০ নং জাতীয় সড়কে ধস নামে। যদিও টানা কয়েক ঘন্টা ধস সরানোর পরে যান চলাচল স্বাভাবিক করে প্রশাসন। এরপর রাতেই ২৯ মাইলের গেলখোলাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান খাদ দিয়ে গড়িয়ে তিস্তায় তলিয়ে যায়। পুলিশ সূত্রে জানাগেছে পিকআপ ভ্যানটি প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়ার সামগ্রী নিয়ে সিকিমের গ্যাংটক থেকে শিলিগুড়ি ফিরছিল।একই সঙ্গে গাড়িটি করেই শিলিগুড়ি ফিরছিল বারাণসীর দুই ছাত্র ইশব যাদব ও আশুতোষ যাদব। এরা দুজনেই সিকিমের সিকিম মনিপাল ইনিস্টিউটের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। এদিন গাড়িটি কালিম্পঙের ২৯ মাইলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তিস্তায় পড়ে যায়। যদিও ভাগ্যের জেরে গাড়ির চালক বিজয় এবং আশুতোষ কোনওক্রমে বেঁচে যান।কিন্তু তিস্তায় তলিয়ে যায় ইশব যাদব। গতকাল রাত থেকেই পুলিশের উপস্থিতিতে নিখোঁজ ছাত্রের খোঁজে নেমেছে উদ্ধারকারী দল। সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান পায়নি পুলিশ। তবে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করতে পেরেছে পুলিশ।পুলিশ প্রশাসনের আধিকারিকদের প্রাথমিক অনুমান, ধসের ফলে কাদা ও পিছল রাস্তায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে বারাণসীতে দুই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।