ধসে বিধ্বস্ত মেঘালয়, আসাম, প্রকাশ্যে গা শিউড়ে ওঠার মতো ছবি

author-image
Harmeet
New Update
ধসে বিধ্বস্ত মেঘালয়, আসাম, প্রকাশ্যে গা শিউড়ে ওঠার মতো ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। এদিকে এহেন বৃষ্টির জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আসাম ও মেঘালয়। দুই রাজ্যেই প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। একাধিক জায়গায় নেমেছে ধস। মেঘালয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অবিরাম ভারী বর্ষণের কারণে, লুমশানং থানার অধীনে এনএইচ০৬-এ রাস্তার কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং হেভি মোটর ভেহিকেলগুলি চলাচল করতে পারছে না। মেঘালয় পুলিশের তরফ থেকে দেওয়া ছবি ও ভিডিও দেখে শিউড়ে উঠছেন সকলে।