নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতির হার রুখতে পদক্ষেপ নিল জো বাইডেনের সরকার। ১৯৯৪ সালের পর এই প্রথম বার সুদের হার সর্বাধিক হারে বাড়াল ফেডারেল রিজার্ভ। বুধবার সেদেশে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা জানানো হয়েছে। মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিতেই সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ফেডের নীতি নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুদ্রাস্ফীতি দুই শতাংশে ফিরিয়ে আনতে তারা দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
চলতি বছরের শেষে ফেডারেল তহবিলের হার দাঁড়াতে পারে ৩.৪ শতাংশে, ত্রৈমাসিক পূর্বাভাস অনুযায়ী এমনটাই মনে করছেন কমিটির সদস্যরা। এ বছরের শেষ দিকে ফেডের মুদ্রাস্ফীতি সূচক ৫.২ শতাংশ বাড়তে পারে। এদিকে, জিডিপি বৃদ্ধির হার ১.৭ শতাংশে নেমে আসতে পারে। আগের পূর্বাভাস অনুযায়ী যা ছিল ২.৮ শতাংশ।