আরও দাম বাড়ল আলুর! নাজেহাল অবস্থা মধ্যবিত্ত বাঙালির

author-image
Harmeet
New Update
আরও দাম বাড়ল আলুর! নাজেহাল অবস্থা মধ্যবিত্ত বাঙালির

নিজস্ব সংবাদদাতাঃ  আলুপোস্ত হোক বা আলুভাজা। বাঙালি তরকারি করবে আর তাতে আলু পড়বে না, এমনটা খুব কমই দেখা যায়। কিন্তু সেই আলু কিনতে গিয়ে ‘ছ্যাঁকা’ খাওয়ার কথা মধ্যবিত্ত বাঙালির দুঃস্বপ্নেও বোধ হয় আসেনি। বিগত কিছু দিন ধরে সেটাই হচ্ছে। বাজারে গিয়ে আলু কিনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে মধ্যবিত্তেকে। সেই চিন্তা আরও বাড়ল। গত কয়েক দিনে অধিকাংশ জেলাতেই আলুর দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এই আলুর দামে চিন্তা বাড়াচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই।
          

উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা দরে। অন্যদিকে চন্দ্রমুখি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। গত এক মাসে আলুর দাম প্রতি কেজি গড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিগত কয়েক বছর এই সময় আলুর দাম ছিল কেজি প্রতি ১৫ থেকে ১৮ টাকা। চন্দ্রমুখী আলুর প্রতি কিলোর দাম ছিল ২২ থেকে ২৫ টাকা। গত বছরের তুলনায় এ বছর প্রতি কেজিতে আলুর দাম এক ধাক্কায় ১৭ থেকে ২০ টাকা বেড়েছে। এই বৃদ্ধি স্বাভাবিক ভাবেই সমস্যায় ফেলেছে সাধারণ মানুষকে।