এবার জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন ভারতে!

author-image
Harmeet
New Update
এবার জরায়ু ক্যান্সারের ভ্যাকসিন ভারতে!

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে সবেচেয়ে বেশি যে দুটি কোভিড ১৯ টিকা ব্যবহার হয়েছে তার একটি সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। এবার সেরাম ইনস্টিটিউটের তৈরি সার্ভিকাল ক্যান্সার বা জরায়ু ক্যান্সারের জন্য তৈরি টিকাকে অনুমোদন দিল ডিসিজিআই। বুধবার এই অনুমোদন পেয়েছে পুনের সংস্থাটি। সফল ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই মিলেছে সরকারি ছাড়পত্র। জরায়ু ক্যান্সারের জন্য সেরামের তৈরি টিকার নাম ‘কোয়াড্রিভালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন’, সংক্ষেপে কিউএইচপিভি। জানা গিয়েছে, আপাতত ৯ থেকে ২৬ বছর বয়সী জরায়ুর রোগীদের ক্ষেত্রে এই টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। 

সূত্রে জানা গিয়েছে, কিউএইচপিভি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি জরায়ুর ক্যানসারের ভ্যাকসিন। এটি পুরুষ, মহিলা, তৃতীয় লিঙ্গ সকলের জন্য সুরক্ষিত ভ্যাকসিন। উল্লেখ্য, জরায়ু ক্যানসারের অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। যা আসলে যৌন সংসর্গের ফলে সংক্রমিত হয় এক দেহ থেকে অন্য দেহে। এক্ষেত্রেই কাজে দেবে নয়া ভ্যাকসিন, এমনটাই দাবি টিকা প্রস্তুতকারী সংস্থা সেরামের।