নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধীকে ইডির তলব নিয়ে চলছে কংগ্রেসের গর্জন। বিক্ষোভ-প্রতিবাদের মাঝে দিল্লি পুলিশ সহ সাংসদদের চিকিৎসা নিয়ে আলোচনা করতে কংগ্রেস সাংসদদের কংগ্রেস সংসদীয় পার্টির অফিসে একটি বৈঠক করার কথা বৃহস্পতিবার। ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছে কংগ্রেসের প্রতিনিধি দল। নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন, 'আমরা স্পীকারকে বিস্তারিত বলেছি, আমরা কীভাবে নৃশংসতা ও সহিংসতার শিকার হয়েছি। স্পিকার মনোযোগ দিয়ে আমাদের কথা শুনলেন। আমরা দিল্লি পুলিশ অফিসারদের কথা বলেছিলাম যারা এআইসিসি অফিসে ঢুকে আমাদের সাংসদ ও কর্মীদের আক্রমণ করেছিল পূর্ব পরিকল্পিতভাবে। এমনকি থানায়, দিল্লি পুলিশ কংগ্রেস সাংসদের সঙ্গে এমন আচরণ করেছে যেন আমাদের সাংসদ ও কর্মীরা সন্ত্রাসী। রাহুল গান্ধীকে টানা ৩ দিন ধরে ১০-১২ ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল৷ আমরা এতে আপত্তি করি না৷ আমরা শুধু বলতে চাই প্রতিহিংসা ও সহিংস রাজনীতি ব্যবহার করবেন না।'