নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটাচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন অবস্থায় এবার বকেয়া টাকার দাবিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল।
এই দলের নেতৃত্বে রয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন দুপুর ২টোর সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে বৈঠক হবে।