প্রেমের জন্য এই সব রাশির একে অপরকে এড়িয়ে চলাই শ্রেয়

author-image
Harmeet
New Update
প্রেমের জন্য এই সব রাশির একে অপরকে এড়িয়ে চলাই শ্রেয়

নিজস্ব সংবাদদদাতাঃ  বিয়ের আগে অবশ্যই রাশি মিলিয়ে নেওয়া উচিত কারণ অনেক সময় রাশির অমিল হওয়ায় দাম্পত্য জীবন অশান্তিতে কাটে।

দেখে নেব কোন কোন রাশির সঙ্গে কোন রাশির প্রেম বা বিয়ে এড়িয়ে চলা উচিত—

• মেষ ও কর্কট রাশির মধ্যে কখনও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে না। তাই এঁদের মিল হওয়া খুবই কঠিন।

• তুলা ও মকর রাশির মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক হয় তা হলে তাঁদের মধ্যে অশান্তি হওয়ার যোগ থাকে।

• বৃষ ও সিংহ রাশির মধ্যে যদি সম্পর্ক স্থাপন হয় তা হলে প্রায় সারা জীবন ছোটখাট ঝঞ্ঝাট লেগেই থাকে।

  • ধনু ও মকর এবং মেষ ও কর্কট রাশির মধ্যে শত্রুতার সম্পর্ক বেশি হয়।

• বৃশ্চিক ও মেষ রাশির মধ্যে যদি বৈবাহিক সম্পর্ক হয় তা হলে তাঁদের মধ্যে অশান্তি হওয়ার আশঙ্কা থাকে ৮০ শতাংশ।

• কন্যা ও মিথুন রাশির মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ হয় না। তবে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করাই ভাল।

• কন্যা ও সিংহ রাশির মধ্যে ঝামেলা খুব একটা গুরুতর হয় না ঠিকই, কিন্তু খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকে।