নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ। দুবাইয়ের একটি হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে চলতি সপ্তাহে ছাড়া পেয়েছেন। গত সপ্তাহে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। প্রাক্তন সেই পাক সেনাশাসক পারভেজ মুশারফ নাকি এবার দেশে ফিরতে ব্যাকুল। জীবনের শেষ দিনগুলো পাকিস্তানে কাটানোর ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
মুশারফ ২০১৬ সাল থেকে দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসিত। ২০১৯ সালের ডিসেম্বর দেশদ্রোহের অভিযোগে পাক সন্ত্রাসদমন আদালত তাঁকে ফাঁসির সাজা দিয়েছিল। ২০০৭ সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয়েছিল। যদিও সাক্ষাৎকারে মুশারফ জানিয়েছেন, পাকিস্তানে থাকা তাঁর বন্ধুরা এবং ‘প্রভাবশালী মহল’ তাঁকে দেশে ফেরাতে সক্রিয়।