হুইলচেয়ারে বসেই জয় করলেন মাউন্ট কিলিমাঞ্জারো

author-image
Harmeet
New Update
হুইলচেয়ারে বসেই জয় করলেন মাউন্ট কিলিমাঞ্জারো

নিজস্ব সংবাদদাতাঃ অদম্য ইচ্ছাশক্তির জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে হুইলচেয়ারে বসেই আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলেন ব্রিটেনের এক ব্যক্তি। যেখানে সুস্থ, সবল ব্যক্তিরা এই পর্বতারোহণে হিমশিম খান, সেখানে ব্রিটেনের বছর পঁয়তাল্লিশের মার্টিন হিবার্টের এই অভিযানকে কুর্নিশ জানাচ্ছেন সবাই। ম্যাঞ্চেস্টারের বাসিন্দা হিবার্ট। ২০১৭-তে একটি বোমা হামলার ঘটনায় গুরুতর জখম হন তিনি। শিরদাঁড়াতে মারাত্মক চোট পান। যার জেরে হাঁটাচলাই বন্ধ হয়ে গিয়েছে হিবার্টের। কিন্তু সেই প্রতিবন্ধকতা তাঁর ইচ্ছাশক্তিকে দমাতে পারেনি। আর সেই অদম্য ইচ্ছাশক্তির জোরেই দুর্গম পর্বত জয় করে প্রমাণ করলেন, ইচ্ছাশক্তিটাই হল আসল।
                   

হিবার্ট বলেন, “পাঁচ বছর আগে এই সময় আমি হাসপাতালের বিছানায় শুয়ে সুস্থ হয়ে ওঠার জন্য লড়াই করছিলাম। পাঁচ বছর পর আমি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলাম।”