ইসরায়েল ও মিসরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস চুক্তি সই ইইউ

author-image
Harmeet
New Update
ইসরায়েল ও মিসরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস চুক্তি সই ইইউ

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ওপর থেকে গ্যাস নির্ভরতা অবসানের চেষ্টার অংশ হিসেবে ইসরায়েল ও মিসরের সঙ্গে চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অস্থায়ী এই চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলোতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ইসরায়েল ও মিসর। নতুন চুক্তির আওতায় মিসরে প্রাকৃতিক গ্যাস রফতানি বিপুল পরিমাণ বাড়াবে ইসরায়েল। মিসরে তা তরলীকৃত করে ইউরোপীয় বাজারে রফতানি করা হবে। ইসরায়েলে অন্তত এক ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে বলে অনুমান করা হয়। ইউরোপে এই গ্যাস পৌঁছানোর জন্য দুটি রুট বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মিসরের ভেতর দিয়ে আরেকটি হচ্ছে তুরস্কের মধ্য দিয়ে প্রস্তাবিত একটি পাইপলাইন।



ইউরোপীয় ইউনিয়নের আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশের যোগান দিয়ে আসছিলো রাশিয়া। ইইউ কর্মকর্তারা বলছেন, রাশিয়ান গ্যাসের উপর জোটের নির্ভরতা মস্কোকে ইউরোপের উপর এক ধরণের ব্ল্যাকমেইল চর্চার সুযোগ দিচ্ছে। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, এটি ইউরোপে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, একই সঙ্গে মিসরকে একটি আঞ্চলিক শক্তির কেন্দ্রে পরিণত করার জন্যও’।