নিজস্ব সংবাদদাতাঃ টানা দ্বিতীয় দিন দিল্লিতে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা হাজার পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য জানাচ্ছে, বুধবার দেশের রাজধানীতে নতুন আক্রান্তের সংখ্যা ১,৩৭৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। বুধবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে সংক্রমণের হার ৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৯০৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এই নিয়ে দেশের রাজধানীতে মোট ১৮ লক্ষ ৮৬ হাজার ৩৯ জন করোনা রোগী সুস্থ হলেন। এ পর্যন্ত দিল্লিতে মোট ১৯ লক্ষ ১৫ হাজার ৯০৫ জন কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬, ২২৩ জনের।