নিজস্ব প্রতিনিধি-পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দেশটির জনগণকে তাদের চা খাওয়ার পরিমাণ এক থেকে দুই কাপ কমানোর আহ্বান জানিয়েছেন, কারণ পাকিস্তান চা আমদানি করে এবং এর জন্য তাদের অর্থ ধার করতে হয়।
চা উৎপাদনে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত, জনগণকে এই ধরনের সমস্ত জিনিস (যা পাকিস্তান উৎপাদনে করে না) এড়িয়ে চলা উচিত, বলে জানান মন্ত্রী।রিপোর্ট অনুযায়ী,পাকিস্তান ২০২১-২২ অর্থবছরে ৮৩.৮৮ বিলিয়ন (ইউএসডি ৪০০ মিলিয়ন) মূল্যের চা খেয়েছে।