এবার মাঝ সমুদ্রে দ্বন্দ্বে জড়াল আমেরিকা-চিন

author-image
Harmeet
New Update
এবার মাঝ সমুদ্রে দ্বন্দ্বে জড়াল আমেরিকা-চিন

নিজস্ব সংবাদদাতাঃ এবার এবার মাঝ সমুদ্রে দ্বন্দ্বে জড়াল আমেরিকা-চিন। জানা গিয়েছে দক্ষিণ চিন সাগরে সোমবার বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের পাশে একটি মার্কিন রণতরীকে তাড়া করে চিনা নৌবহর বলে দাবি করেছে বেজিং। চিনের দাবি, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে তাদের জলসীমায় অনুপ্রবেশ করেছে 'USS Benfold' নামের মার্কিন যুদ্ধজাহাজ। কমিউনিস্ট দেশটির সেনবাহিনী 'পিপলস লিবারেশন আর্মি'র সাদার্ন থিয়েটার কমান্ডের বক্তব্য, দক্ষিণ চিন সাগরে অনুপ্রবেশ ঘটিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত করেছে আমেরিকা।