নিজস্ব সংবাদদাতাঃ আগে নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে গ্রাহকদের ১৪৫০ টাকা দিতে হত। এবার এক ধাক্কায় সেই কানেকশনের দাম বেড়ে ২২০০ টাকা হয়ে গেছে। নতুন করে সংযোগ বাবদ বেড়েছে ৭৫০ টাকা। এই বেশি টাকাটা সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিট বাবদ নিচ্ছে গ্যাস কোম্পানিগুলি। সঙ্গে রেগুলেটর জন্য দিতে হচ্ছে ২৫০ টাকা।সেই অনুসারে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ ও প্রথম সিলিন্ডারের জন্য গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে। যদি একজন উপভোক্তা দুটি সিলিন্ডার নেন, তাহলে তাঁকে জামানত হিসেবে ৪৪০০ টাকা দিতে হবে।