নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে পাকিস্তান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই দৃশ্যমান। ইউক্রেনের ওপর হামলার কারণে রাশিয়া থেকে রুশ গ্যাস কেনা ধারাবাহিকভাবে কমিয়ে দিয়েছে ইউরোপ।
এ কারণে বৈশ্বিক এলএনজির দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর ফল ভোগ করছে অশান্ত প্রতিবেশী দেশ পাকিস্তান (পাকিস্তান সংকট)। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান অনেক শহরে ১২-১২ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছে।