নিজস্ব সংবাদদাতাঃ নিষিদ্ধ সংগঠন জামাত-ই-ইসলামির অ্যাফিলিয়েশনে জম্মু ও কাশ্মীরে ফালাহ-ই-আম ট্রাস্ট যে স্কুলগুলো চালাচ্ছে, তা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এবং ওই স্কুলগুলোতে পাঠরত পড়ুয়াদের নিকটবর্তী সরকারি স্কুলে ভর্তি নেওয়া হবে।
এছাড়া নিষিদ্ধ ফালাহ-ই-আম ট্রাস্টের অধীনে থাকা স্কুলগুলোতে নতুন করে আর ভর্তি প্রক্রিয়া চালু হবে না। এই বিষয়ে জানিয়ে দিল জম্মু ও কাশ্মীর সরকার।