নিজস্ব সংবাদদাতাঃ আগে সাড়া দেননি। রাজনৈতিক কাজে ব্যস্ত বলেছিলেন। এবার সিবিআই তলবে সাড়া দিলেন। নিজাম প্যালেসে পৌঁছালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। কয়লা পাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করা হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়কের থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা।
মে মাসে শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। কয়লা পাচার মামলায় ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ককে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তখন ১৫ দিন সময় চেয়েছিলেন তিনি। এবার সময়সীমা শেষ হতেই হাজিরা দিলেন। সূত্রে খবর, কয়লা পাচার মামলায় একাধিক তাবড় নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেখান থেকেই শওকত মোল্লার নাম মিলেছে বলে সিবিআইয়ের দাবি।