উত্তর প্রদেশে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগে প্রাক্তন আমলারা খোলা চিঠি দিলেন

author-image
New Update
উত্তর প্রদেশে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগে প্রাক্তন আমলারা খোলা চিঠি দিলেন

নিজস্ব প্রতিনিধি: ৭৪ জন প্রাক্তন আমলা এবং পুলিশ কর্মকর্তার একটি দল উত্তরপ্রদেশে "শাসন সম্পূর্ণ ভেঙে পড়া" এবং "আইনের শাসনলঙ্ঘনের" অভিযোগ করে একটি খোলা চিঠি লিখেছেন।  চিঠিটি ২০০ জনেরও বেশি বিশিষ্ট নাগরিক সমর্থন করেছেন। চার পৃষ্ঠার চিঠিতে আইএএস, আইপিএস, আইএফএস কর্মকর্তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যথেচ্ছ ভাবে আটক ও নির্যাতন এবং পুলিশের হামলার অভিযোগ করেছেন। তাঁরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিও জানিয়েছেন। তাঁরা মুসলিম পুরুষদের 'লাভ জিহাদ'-এর বিরুদ্ধে আইন দিয়ে লক্ষ্য করে হামলা,  গোহত্যার নামে ও ভিন্নমতপোষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিযোগ করেছেন।